spot_img

― Advertisement ―

spot_img

নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ...
প্রচ্ছদসারা বাংলাদুর্গাপুরে আন্তর্জাতিক মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী 

দুর্গাপুরে আন্তর্জাতিক মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী 

নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী হয়েছে। বুধবার সকালে দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালী হয়।

র‍্যালীটি সকালে বিরিশিরি এলাকার সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা নজরুল ইসলাম আকঞ্জি, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, কার্যকরী সভাপতি বাচ্চু মিয়া, সহ সভাপতি বাবুল মিয়া, সাধারন সম্পাদক বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক বিল্লাল মিয়া, সহ সম্পাদক আতিকুর রহমান (জামাল), সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ ওসমান গনি, দপ্তর সম্পাদক আলি- উল- আজিম সহ সংগঠনের সদস্যবৃন্দ। 

সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম বলেন,১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের পহেলা মে রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের ওপর সরাসরি গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ১১ জন শ্রমিক প্রাণ হারান। গুরুতর আহত হন অনেকে।  

প্রাণ হারানো শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে ৮ ঘণ্টার শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে পহেলা মে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজকের এ আধুনিক সভ্যতায় আমাদের বিলাসবহুল জীবনের পেছনে শ্রমিকদের অবদান অনেক। শ্রমিকরা একদিন কাজ না করলে রাষ্ট্র অচল। তাই শ্রমিকেদের যথাযথ মূল্যায়ন করতে হবে রাষ্ট্রকে।