spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদসারা বাংলাখিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আকতার বলেন, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ মিল্টন সমাদ্দার এর তিন দিনের রিমান্ড মঞ্জুর

তিনি জানান, প্রাথমিকভাবে আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইসলামাবাদ গ্রামে। সে ওই এলাকার আউয়াল মিয়ার ছেলে।