spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাজয়দেবপুর মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

জয়দেবপুর মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ অর্ধ শতাধিক আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের মধ্যে ওই সংঘর্ষ বলে জানিয়েছেন জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া৷

এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

এদিকে এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জানা যায়, দুপুরের পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুনঃ বনানীতে কারাখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে এসে দেখি টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আপনারা জানেন যে প্রতি শুক্রবার এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। ফলে এই ট্রেনে তেমন কোনো যাত্রী ছিল না। এই ট্রেন দুটির চালক ও সহকারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্রেনের বগিতে কোনো যাত্রী আছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা প্রত্যেকটি বগিতে গিয়ে দেখছে কোনো যাত্রী আছে কিনা। এখন পর্যন্ত ট্রেনের বগিতে কেউ আটকে আছে কিনা এমন কোনো খবর আমরা পাইনি। তবে উদ্ধার কাজ চলমান চলমান রয়েছে।’