spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদসারা বাংলাআশুলিয়ায় রিকশা ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়, আটক দুই

আশুলিয়ায় রিকশা ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়, আটক দুই

ঢাকার আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে রিকশা ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায় করার সময় হাতে নাতে দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ২,২০০ টাকা জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

রোববার (৫ মে) দুপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই যুবককে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

এর আগে, শনিবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার পাথরঘাটা এলাকার সুমন মিয়া (৩৬) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার সাগর খান (২৭)।

তারা আশুলিয়ার নরসিংহপুর ও গোমাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এসময় ঘটনাস্থল থেকে তাদের আরও দুই সহযোগী ছাগির ও নুরুল দেওয়ান পালিয়ে যায়।

পুলিশ জানায়, অভিযুক্তরা নরসিংহপুর এলাকায় রিকশা ও অটোরিকশা চালকদের ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিল। প্রতিটি রিকশা থেকে তারা ৬০-৮০ টাকা করে চাঁদা আদায় করত।

আরও পড়ুনঃ ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৭জন আটক

খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে চাঁদাবাজরা। এসময় ধাওয়া করে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। চাঁদাবাজির যেকোনো তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।

এরই পরিপ্রেক্ষিতে নরসিংহপুর থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।