spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাগোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে জখম করে সাড়ে চার লাখ টাকা ছিনতাই

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে জখম করে সাড়ে চার লাখ টাকা ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে জখম করে সাড়ে চার লাখ টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে। সে ব্যবসায়ীকে অপহরণপূর্ব জখম করে ক্যাশ ও বিকাশ থেকে টাকা ছিনতাইয়ের করে বলে জানা যায়।

গত শনিবার (২৮ এপ্রিল, ২০২৪) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারের (চাঁদপাড়া রোড) শামীম ইলেকট্রনিক্স এর মালিক শামীমকে অপহরণের ঘটনা ঘটে। অপরিচতি ও মুখোশধারী ৫-৬ জন ব্যক্তি সাদা মাইক্রোবাস যোগে ফাঁসিতলা বাজারস্থ ওভার ব্রিজের পূর্ব পাশ থেকে তাকে অপহরণ করে।

পরে ঘণ্টা তিনেক ব্যবধানে তাকে সিরাজগঞ্জ জেলাধীন মহাসড়ক সংলগ্ন রামার চর নামক স্থানে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে চিকিৎসা শেষে গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে তিনি একটি লিখিত এজাহার জমা দেন।

আরও পড়ুনঃ সাভার আশুলিয়ায় উন্মুক্ত কবরস্থানের উদ্বোধন

এজাহার থেকে জানা যায়, শামীম ইলেকট্রনিক্স সামগ্রীর পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটের লেনদেন এর পাশাপাশি সিম, স্ক্যাচ কার্ড, মোবাইল রিচার্জ ও মোবাইল কেনা বেচার ব্যবসা করতেন।

প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে দোকান বন্ধ করে রাত সাড়ে ১১টায় বাড়ির দিকে রওনা দেন। পায়ে হেঁটে ওভার ব্রীজের পূর্ব পাশে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে তুলে নেয়।

পথে অপহরণকারীরা তার কাপড়ের ব্যাগে রাখা নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা, ১২টি মোবাইল সেট, ৫০পিচ স্ক্যাচ কার্ড নিয়ে নেয়। পরে রক্তাক্ত জখম করে বিকাশ থেকে ১৯ হাজার টাকা একটি নম্বরে ক্যাশ ইন করে নিয়ে তাকে সিরাজগঞ্জ জেলার রামার চর নামক স্থানে ফেলে চলে যায়।

সেখান থেকে পরের দিন সকাল ৮টায় বাড়িতে এসে চিকিৎসা শেষে থানায় লিখিত এজাহার জমা দেন। এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।