spot_img

― Advertisement ―

spot_img

বরগুনা পাথরঘাটা গাঁজা সহ আটক ১ 

আসাদুজ্জামান লিমন, বরগুনা (জেলা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা এক কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৭৬ হাজার ৮০০ টাকা সহ একটি যুবককে আটক করেছে পাথরঘাটা কোস্ট...
প্রচ্ছদসারা বাংলাবরগুনায় ছোট ভাইকে হারিয়ে চেয়ারম্যান বড় ভাই

বরগুনায় ছোট ভাইকে হারিয়ে চেয়ারম্যান বড় ভাই

আসাদুজ্জামান লিমন, বরগুনা প্রতিনিধি: বরগুনায় ছোট ভাই রেজবি-উল কবির জোমাদ্দারকে হারিয়ে বড় ভাই মনিরুজ্জামান মিন্টু উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন  । চেয়ারম্যান বড় ভাই এর প্রাপ্ত ভোট ২০ হাজার তিন’শ ৯৬ । নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছোট ভাই রেজবি-উল কবির জোমাদ্দার পেয়েছেন ১৮ হাজার চার’শ ১৩ ভোট।

জানা গেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান অংশ নেয়।

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয় খতিয়ে দেখা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

এর মধ্যে রেজবি ও মনিরুজ্জামান মিন্টু আপন মামাতো-ফুফাতো ভাই। দুই ভাইয়ের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা হয়। নির্বাচনী ফলাফলে ছোট ভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দারকে হারিয়ে বড় ভাই মনিরুজ্জামান মিন্টু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ২০১৯ সালের নির্বাচনে ছোট ভাই রেজবি-উল কবির জোমাদ্দারের কাছে বড় ভাই মনিরুজ্জামান হেরে যান।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ারা তুমপা বলেন, বে-সরকারীভাবে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান বিজয়ী হয়েছেন বলে জানায়।