spot_img

― Advertisement ―

spot_img

শ্রমিকদের প্রতি উৎপাদন অব্যাহত রাখার আহ্বান: অরবিন্দু বেপারী

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু শ্রমিকদের উদ্দেশে জানান, সরকার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্তে...
প্রচ্ছদসারা বাংলাশ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন বন্ধ করে লারিজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক  জানান, শ্রমিকরা মহাসড়ক ছেড়েছেন। এতে যান চলাচল শুরু হয়েছে। তবে টানা তিন ঘণ্টারও বেশি সময়ের অবরোধে ফলে সড়কে গাড়ির বাড়তি চাপ তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ৬ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তিতে পড়েন এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা। 

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে দেশে এসে পদত্যাগের ঘোষণার আহ্বানঃ আবদুস সালাম

আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত ৬ মাস ধরে তাদের বেতন আটকে আছে। বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও এখনো তা দেওয়া হয়নি। ফলে আমরা বাড়িভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আসন্ন ঈদের আগেই ুআমাদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে আমাদের পথে বসতে হবে। 

যাত্রীরা বলেন, দীর্ঘ সময় গাড়ি এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটেও রওনা দিতে শুরু করছেন। 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।