spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ...
প্রচ্ছদসারা বাংলাচান্দগাঁওয়ের ফ্ল্যাট থেকে ২৩ লাখ টাকার ইয়াবা জব্দ

চান্দগাঁওয়ের ফ্ল্যাট থেকে ২৩ লাখ টাকার ইয়াবা জব্দ

মোঃ আবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরের চান্দগাঁও থানার খরমাপাড়া এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাব-৭। এসময় এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ জুন) প্রবাসী টাওয়ার নামে একটি ভবনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আসামির হলেন আনোয়ারা উপজেলার চাপাতলী গ্রামের মৃত ইউনুছের ছেলে মো. আলমগীর (৪২)।

র‍্যাব জানায়, ফ্ল্যাটের বেডরুমের সাথে লাগোয়া বেলকনিতে বালতির ভেতরে বিশেষ কায়দায় রাখা ছিল এসব ইয়াবা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুনঃ চট্টগ্রামে ১৮লাখ টাকা ও ২৩ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো). শরীফ-উল-আলম জানান, আসামি দীর্ঘদিন ধরেই কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ আশপাশের জেলার মাদক সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারিভাবে সরবরাহ করতেন।

গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।