
মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক সহযোগিতায় যশোর ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।
বৃহস্পতিবার (২০ জুন) মণিরামপুরের নেহালপুর ঝাউতলাতে সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে পশু-পাখির চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় গণ বিশ্ববিদ্যালয় , শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ থেকে পাশকৃত রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারগণ ও উক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পেইনে আগত বিভিন্ন পশু-পাখিকে চিকিৎসা সেবা প্রদান করেন।
আরও পড়ুনঃ সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
এ সময় তারা মনিরামপুর উপজেলার নেহালপুর, কালিবাড়ি, দত্তকোণা, কাজিয়াড়া , বালিধা, পাঁচাকড়ি গ্রামের প্রায় ১০০ খামারীর ২৭৮ টি প্রাণি ( গরু, ছাগল , হাঁস-মুরগি, পোষা পাখি,খরগোশের ) চিকিৎসা, ভ্যাক্সিনেশন, পরামর্শ সেবা দিয়েছেন।