মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় ৬৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
“বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় এনে র্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভাস্থ কাটনারপাড়া এলাকায় একটি প্রাইভেট কার এ করে একজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
আরও পড়ুনঃ আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ও আহত-৫
উক্ত সংবাদের ভিত্তিতে ২৬/০৬/২৪ তারিখ সকাল ২১৪৫ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন কাটনারপাড়া গ্রামে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ বিপুল (৩৮), পিতা- মোঃ হায়দার আলী(মটু), মাতা- মোছাঃ শাহিদা বেগম, সাং- ফুলবাড়ী মধ্যপাড়া, থানা ও জেলা- বগুড়া’কে তার প্রাইভেট কারে বিশেষ কায়দায় রক্ষিত ৬৪ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল, ০১টি সীম ও ১৫৫০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামীর নামে বগুড়া সদর, ডিএমপি দারুস সালাম, ডিএমপি খিলক্ষেত থানায় ০৪টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।