শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ চারিগ্রাম মিতালী সংঘের জমকালো আয়োজনে ঘুড়ি উৎসব উদযাপন করেছে চারিগ্রামের গ্রামবাসী।
শুক্রবার(২৮জুন) বিকাল থেকেই চারিগ্রাম বালুর মাঠে দর্শক ছিল পরিপূর্ণ আর ঘুড়িপ্রেমী ছোট বড় প্রতিযোগীরা দুপুরের পর থেকেই নির্ধারিত উৎসব স্থানে এসে নিজেদের বানানো ঘুড়ি উড়িয়ে নিজেদের কসরত প্রদর্শন করেন।
ঘুড়ির সৌন্দর্য, ঘুড়ির সাইজ, কত উচুতে উড়তে পারা' বিবেচনায় চারিগ্রাম মিতালী সংঘ ক্লাব প্রতিযোগীদেরকে পুরস্কৃত করে।
বিচারকের বিবেচনায় প্রথম হয় মোঃ সাজু, দ্বিতীয় হয় মোঃ ইয়ামিন আর তৃতীয় পুরস্কার পুরস্কার গ্রহণ করেন দীপু। এছাড়াও শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক নাজমুল কবীর ইউনুস, প্রশিক্ষন সম্পাদক নাসিম আহমেদ, কার্যকরী সদস্য শাহীনুর আলম, রায়হান হোসেন, শ্রাবণ, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান লিটন উপস্থিত থেকে বিচারকের দায়িত্ব পালন করেন এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুনঃ বগুড়ায় ৬৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপদেষ্টা হিসাবে উপস্থিত থেকে জনাব কবীর হোসেন এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অতিথিবৃন্দ এমন নান্দনিক প্রতিযোগীতা সব সময় আয়োজনের অনুরোধ করেন।