spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদসারা বাংলাসাংবাদিক মোজাফফার'র উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

সাংবাদিক মোজাফফার’র উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ যশোরের মনিরামপুরে দৈনিক চেতনায় বাংলাদেশ DCB Television ও অনলাইন নিউজ পোর্টাল গাঙচিল টিভি এবং সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার সাংবাদিক কে এম মোজাফফার হোসাইন’র উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ৩০ জুন রাত আনুমানিক ৯টার সময়ে নওয়াপাড়াস্থ সাংবাদিক অফিস শেষ করে নিজ বাড়ী মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নস্থ এনায়েপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল যোগে তিন জন হেলমেট পরিহিত সন্ত্রাসী দেশীয় তৈরি অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

পরে সাংবাদিক মোজাপ্ফারের ডাকচিৎকার ও উপস্থিত বুদ্ধিতে প্রাণে বেঁচে যায়। এসময় ঘাতকেরা পরিস্থিতি অস্বাভাবিক বুঝলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

এদিকে সাংবাদিক মোজাপ্ফারের উপরে সন্ত্রাসী হামলা হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল তীব্র নিন্দা ও আসামিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুনঃ ববিতে প্রত্যয় স্কিম প্রত্যাহার আন্দলনে মারামারি, আহত ৫

এবিষয়ে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মোজাপ্ফার।

উল্লেখ্য থাকে যে, মনিরামপুর ইউনিয়নস্থ মনোহরপুরে মাদক জুয়া ও মোবাইল জুয়া (অনলাইন ক্যাসিনো) উপর কয়েক মাস পূর্বে সংবাদ প্রকাশ করা হলে তারপর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে একটি অজ্ঞাত মহল। তারই জের ধরে এই হামলা হতে পারে বলে মনে করছেন তিনি ও স্থানীয়রা।

এবিষয়ে মনিরামপুর থানার অফিসার ইন-চার্জ এবিএম মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।