spot_img

― Advertisement ―

spot_img

আমতলীতে নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ মো. মামুনুর রশিদ, আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে নির্যাতনের পর স্ত্রী জুবায়রা আক্তার জান্নাতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইমন...
প্রচ্ছদসারা বাংলাআমতলীতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের অত্মহত্যা

আমতলীতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের অত্মহত্যা

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌর শহরের এক চায়ের দোকানদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে  আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলা ভূমি অফিসের জামে মসজিদ সলগ্ন এলাকায়। 

জানাগেছে, বরিশাল বিমান বন্দর থানার লাকুটিয়া গ্রামের ইয়াসিন কাজীর ছেলে খোকন কাজীর(৩০)। আমতলী উপজেলা ভুমি অফিস সলগ্ন চায়ের দোকান ও ভ্যারাইটিস মালমালের ব্যবসা করতো।

বৃহস্পতিবার  দুপুর ১টার সময় খোকন কাজী নামের ফেসবুক  আইডিতে পোষ্ট দেন “ সবাই আমাকে মাফকরে দিবেন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। কিছুক্ষন পর আমি আত্মহত্যা করবো”  এর পর স্ট্যাটাস দিয়ে দোকানের দরজা ভিতর থেকে আটকিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। 

আরও পড়ুনঃ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

উল্লেখ্য  খোকন কাজী উপজেলা ভুমি অফিস সলগ্ন মসজিদের নিকট দীর্ঘ ৫ বছর যাবত ব্যবসা করছিলেন। তিনি অনেকদিন ধরে আর্থিক সংকটে  ঋণগ্রস্থ ছিলেন বলিয়াও স্থানীয়রা জানান।  

এ বিষয় আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।