spot_img

― Advertisement ―

spot_img

দখলবাজিতে জীবন গেল যুবদল নেতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে সরকারি পুকুর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন যুবদল নেতা রাহুল সরকার (৩৫)।...
প্রচ্ছদসারা বাংলাএসইও এক্সপার্ট আয়োজনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা

এসইও এক্সপার্ট আয়োজনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ শাজাহানপুরে ম‍্যাল্টিন‍্যাশনাল সফটওয়্যার কোম্পানি ‘এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড’ উদ্যোগে বগুড়া জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মাঝিড়াস্থ কোম্পানির নিজস্ব অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম.পিপিএম) বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনশক্তি দরকার। এ সময় তিনি দক্ষ জনশক্তি তৈরিতে এসইও এক্সপেট বাংলাদেশ লি. কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এর আগে দুপুর আড়াই টাই পুলিশ সুপার এসইও এক্সপেট বাংলাদেশ লি. পৌঁছালে অত্র কোম্পানির ব‍্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল ও পরিচালক রাজিয়া সুলতানা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কোম্পানির আউটসোর্সিং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ জবি ছাত্রলীগ নেতার মদপান: কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

কোম্পানির পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো. তোছা্দ্দেক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মিল্ক ভিটার জিএম ড.কৃষিবিদ বিপ্লব অধিকারী, শাজাহানপুর থানা অফির্সাস ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, প্রফেসর জাফর আলমগীর। অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল।

অনুষ্ঠানে অন‍্যানের মাঝে উপস্থিত ছিলেন পরিচালক রাজিয়া সুলতানা, প্রধান নির্বাহী কর্মকর্তা শাকিল আহম্মেদ, প্রধান আর্থিক কর্মকর্তা. মো. আবদুর রাজ্জাক, হেড অব অপারেশন. মো. রেজওয়ান (রিফাত), প্রধান কারিগরি কর্মকর্তা. মো. রাব্বি হোসেন প্রমুখ।