spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাদেবহাটায় নবাগত এসিল্যান্ডের যোগদান 

দেবহাটায় নবাগত এসিল্যান্ডের যোগদান 

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ যোগদান করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ ৩৮ তম বিসিএস এর কর্মকর্তা।

তিনি এর আগে খুলনা বিভাগী কমিশনারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্টেট হিসাবে দায়িত্ব পালন করেন। গত ১০ জুলাই খুলনা বিভাগী কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এসএম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজকে পদায়ন করা হয়।

আরও পড়ুনঃ গ্যাস সংকট-বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে আবাসিক গ্ৰাহকরা

এদিকে, যোগদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান নবগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।