মোঃ আব্দুল্লাহ, শরীয়তপুর প্রতিনিধিঃ জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলার মানববন্ধনে প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আহসান হাবীব বলেছেন, অনতিবিলম্বে এই ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিল করতে হবে। সেই সাথে ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগনের প্রত্যাশার আলোকে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে।
গতকাল শনিবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গনহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম-২১ বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আমরা লক্ষ করছি, দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে।
আরও পড়ুনঃ ফুলবাড়ীর বাজার গুলোতে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
এস এম আহসান হাবীব বলেন, জুলাই মাস ছাত্র-জনতার বিজয়ের মাস। হাজার হাজার ছাত্র-জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসন মুক্ত হয়েছে। দেশকে দূর্নীতি দু:শাসন মুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকবে হবে।