সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার। একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এসময় নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, গতকাল জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ নওগাঁর বলিহার ডিগ্রী কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
অন্যদিকে গত ১১ আগষ্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেন