spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। এ কর্মসূচিতে অংশ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব মোড়ে গণমাধ্যমকর্মীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং, নির্বাহী সদস্য ডাঃ কামরুল ইসলাম, নাজমুল হুদা সারোয়ার, সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার।

আরও ছিলেন, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, ইত্তেফাকের সাংবাদিক ধ্রুব সরকার, পঁচাত্তর বাংলাদেশের সাংবাদিক ধনেশ পত্রনবীশ, আমাদের সময়ের সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, জনকণ্ঠের সাংবাদিক কলি হাসান, দেশের খবরের সাংবাদিক সুমন রায়, এখন টেলিভিশনের সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, কালের কণ্ঠের সাংবাদিক আল নোমান শান্ত, নাগরিক ভাবনার সাংবাদিক কালিদাস সাহা বাবু, ভোরের পাতার সাংবাদিক পলাশ সাহা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, জাহিদ হাসান।

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রুদ্র বলেন, বর্তমান সরকারের কাছে দাবি জানাই মিডিয়াতে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুনঃ পিলখানা বিদ্রোহে হত্যার ঘটনায় ছাত্রদলের শোকর‍্যালি

কালের কণ্ঠসহ সব গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল বলেন, গণমাধ্যমের ওপর হামলা মেনে নেওয়া যায় না। গণমাধ্যমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানাই। সেই সাথে প্রেসক্লাবের পক্ষ থেকে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।