spot_img

― Advertisement ―

spot_img

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের দাবিতে জমিয়তের স্মারকলিপি

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস স্থাপন সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে...
প্রচ্ছদসারা বাংলাদুর্গাপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত 

দুর্গাপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত 

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও দশভূজা বাড়ী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার  নানা আয়োজনে এ জন্মাষ্টমী পালিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ইমাম হাসান আবুচান, পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গনি, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক,  সদস্য সচিব সম্রাট গনি,অফিসার ইনচার্জ  মো. রাশেদুল ইসলাম,কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য বিদ্যুৎ সরকার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ।

আরও ছিলেন, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, বিএনপি নেতা  ফজলুর রহমান রুনু,  মো. সাদেক,  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার,পুজা উদযাপন পরিষদ নেতা এডভোকেট সুরঞ্জন দাস, গোবিন্দ দেবনাথ, সুবল দে, বাপ্পি সাহা, অসীম সাহা, মিন্টু সাহা, প্রদীপ দাস, লিংকন চন্দ, টুকন সরকার, হরি চন্দন, বজেন্দ্র সরকার. বৈষম্য বিরোধী আন্দোলনের  শিক্ষার্থী রাতুল খান রুদ্র,  মোঃ রিয়াদ হাসান প্রমুখ। 

আরও পড়ুনঃ চলমান বন্যার মধ্যেই ফারাক্কার ১০৯টি জলকপাট খুলেছে ভারত

আলোচনা শেষে আগত ভক্তবৃন্দের অংশগ্রহনে লীলা কীর্তন, মহাপ্রসাদ বিতরন ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা এবং মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা সহ এক শোক প্রস্তাব করা হয়।