মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি: হাজীগঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগে দশটি স্থানে ইঞ্জিনিয়ার মমিনুল হকের ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পাঁচই গ্রাম থেকে শুরু করে ৭টি স্থানে এবং দুপুরে তারালীয়া গ্রাম পর্যন্ত এ ত্রাণ বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিয়ার মমিনুল হক।
এ সময় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবাক আক্তার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইউসুফ গাজী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমূখ।
বিকালে আলীগঞ্জ ও টোরাগড় গ্রামসহ মোট ১০ টি স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
আরও পড়ুনঃ চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি, দুই লাখ মানুষ পানিবন্দি
এসময় জাতীয়তাবাদী দল রিএনপি যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, মৎসজীবিদলও অঙ্গ সংগঠনের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।
ত্রান দেয়ার স্থানগুলো হলো: পাঁচে, দেশখাকুড়িয়া, সেন্দ্রা, বেলচোঁ, তারালীয়া, পালিশারা, টোড়াগড় ও আলীগঞ্জ।