spot_img

― Advertisement ―

spot_img

সৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক 

ইবি প্রতিনিধি: বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের তারুণ্যের মাহফিল-এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতার ভিজুয়াল আসর ‘টুয়েলভ...
প্রচ্ছদসারা বাংলাটঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর টঙ্গীতে সোমবার দুপুর সাড়ে বারটার দিকে টঙ্গীর বউ বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আশরাফুল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী থানার মেন্দিপুর এলাকার মাওলা মিয়ার ছেলে। সে টঙ্গীর গাজী বাড়ি এলাকায় ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং টঙ্গীর বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ওই যুবক রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একতা এক্সপ্রেস নামক ট্রেনটি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

আরও পড়ুনঃ যাদুকাটা নদীর পাড় রক্ষায় মতবিনিময় সভা

এব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি। লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।