spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।...
প্রচ্ছদসারা বাংলাভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

মোঃ কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল(খানপুরে) ভুল চিকিৎসায় আরমান(৪০)নামের এক ব্যক্তিকে মেরে ফেলেছে বলে অভিযোগ করে আরমানের সজনেরা। তারা বলেন আরমান হেটে হাসপাতালে প্রবেশ করে। কর্তব্যরত ডাক্তার সেলিনা তাকে দুটো ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই আরমান মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনাটি শুনে, তথ্য সংগ্রহ করতে গেলে ওই হাসপাতালের ডা.আমির(শিশু বিশেষজ্ঞ) এর সাথে থাকা তানহা নামের এক ব্যক্তি সাংবাদিকের কাজে বেঘাত ঘঠায়।অতঃপর সাংবাদিক তার পরিচয় জানতে চাইলে সে সাংবাদিকের আইডি কার্ড দেখতে চায়। এবং সে খানপুরের স্থানীয় বাসিন্দা বলে হুমকি দেয়।

ততক্ষানিক সকলের আইডি কার্ড তার হাতে দিলে সে সাংবাদিকের আইডিগুলো মাটিতে ফেলে দেয়,ও সাংবাদিকদের অখাদ্য ভাষায় গালিগালাজ করে। এবং এক পর্যায়ে সে অহেতুক চড়াও হয়ে সাংবাদিককে কিল ঘুষি মারতে থাকে, তার ঘুষি এক নারী সাংবাদিকের আঙ্গুলের লেগে আঙ্গুল মসকে যায়, এবং আরেক পুরুষ সাংবাদিকের হাতে কব্জিতে আঘাত লাগে।

এইরুপ অবস্থা দেখে হাসপাতালে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তানহার উপরে চড়াও হয়ে গন পিটুনি দিতে গেলে, তানহা দৌরে গিয়ে ড.আমির(শিশু বিশেষজ্ঞ) এর পিছনে গিয়ে লুকায়।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে চাল আত্মসাতের প্রমাণ মিললেও বহাল তবিয়তে ইউপি চেয়ারম্যান

পরক্ষনে ডা. আমির তাকে নিরাপরে লোক দিয়ে বের করে দেয়।তানহার আঘাতে আহত হয়ে সাংবাদিকরা তৎক্ষানিক ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশ কেইস করে থানায় হাজির হয়ে অভিযোগ করা হয়।

জানা যায় তানহা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১২ নং ওয়ার্ডের শওকত কাউন্সিলরের ভাগিনা বলে সব জায়গায় তার প্রভাব বিস্তার করে এমন অপকর্ম করে থাকে