শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ সম্প্রতি মাদকের ব্যাপক প্রসার ও গ্রামে গন্জে মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি রোধ কল্পে মাদক বিরুধী ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সাভার উপজেলাধীন আশুলিয়া থানার চারিগ্রাম মিতালী সংঘ।
ঐতিহ্যবাহী ক্লাবটির সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে মাদক নির্মূলের লক্ষে গতকাল ১১ সেপ্টেম্বর ২০২৪ রোজ বোধবার দিনভর এলাকায় পোষ্টারিং, জনসচেতনতা মূলক পথ-পরামর্শ, শিক্ষা প্রতিষ্ঠানসমুহের শিক্ষকদের সহিত মটিভেশনাল ডিসকাশন, এবং আগামীকাল জুমার নামাযের খুতবায় কোরআন হাদিসের আলোকে মাদকের কুফল নিয়ে ইমাম ও খতিব সাহেবদের প্রতি আলোচনা করার অনুরোধ পত্র বিতরণ করেন ক্লাবের সদস্যগণ।
গতকালের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন ক্লাবটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আতাউর রহমান কনট্রাকটর, প্যারাগণ স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রাইমারী স্কুলের শিক্ষক মনির হোসেন, মজিবর রহমান স্কুলের শিক্ষক আসাদুর রহমান, মিতালী ক্লাবের সাংগাঠনিক সম্পাদক নাজমুল কবীর ইউনুস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক নাহিদ হাসান সবুজ, কার্যকরী সদস্য রাহীম বেপারী, তৌফিক জিদনি সহ ক্লাবের সদস্যগণ।
আরও পড়ুনঃ সুনামগঞ্জে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে ফল বিক্রেতারা চরম বিপাকে
মাদকের কার্যক্রম পরিলক্ষিত হলে আর কানা-বধির’ হয়ে না থেকে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন ক্লাবটির সভাপতি শেখ নজরুল ইসলাম।
তিনি বলেন, ”যারা মাদক সেবী, ব্যবসায়ী, সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ, এবং ক্রয়–বিক্রয় কারী’ তারা যদি অপরাধ করে লজ্জা না পায়, তাহলে ৯৮% সাধারণ ভাল মানুষ কেন মাদকের বিষয়ে লজ্জা পেয়ে এই অশুভ শক্তিকে প্রশ্রয় দেন.? সমাজের সচেতন মহলের কাছে তিনি এই প্রশ্ন করেন। ক্লাবের উপরোক্ত কর্মকান্ডে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি এবং মাদক সংশ্লীষ্টদের পূণবাসনে সকলকে সহযোগীতার অনুরোধ করেন।