মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসদর বাজার কমিটির সাধারণ সম্পাদকের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড পৌর সদরের বাজার কমিটির নেতৃবৃন্দ।
১৫ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে পৌরসদর বাজার কমিটির উদ্যোগে বাজার কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ রেজাউল করিম বাহার লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে তিনি বলেন,আমাদের বাজার কমিটিতে বার বার নির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেনের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহল কলেজ রোডস্থ আহসান উল্ল্যাহ মার্কেটের স্বত্তাধিকারী মোঃ ইসমাইল হোসেন সেলিম মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন একটি চাঁদাবাজির অভিযোগ করেন থানায়। আমরা উক্ত বিষয় জানতে পেরে থানায় গিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করি।ভূমিখেকো সেলিম সে জোর পূর্বক বাজার কমিটির গণশৌচাগারের জায়গা ও চলাচলের পথ জবর দখল করে।সে কমিটির ভবনের ছাদের উপর দিয়ে তার বিল্ডিং এর ছাদ বৃদ্ধি করে আবাসিক ভবন নির্মাণ করে।সে দখলকৃত ছাদে গণশৌচাগার নির্মাণ করে কমিটির কার্যালয়ের ভিতর দিয়ে বর্জ্যে ফেলার পাইপ দিয়ে পাশে অবস্হিত দিঘীতে বর্জ্য ফেললে এতে ব্যবসায়ী সমাজে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে কমিটি ব্যবসায়ীদের চাপে সেলিমের জোড় পূর্বক বসানো পাইপের কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়।এ কারণে সেলিম ক্ষীপ্ত হয়ে কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন আওয়ামী লীগ নেতা হওয়ার ফলে শুধুমাত্র তাকে বিবাদী করে থানায় একটি চাঁদাবাজি অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটকে সিটি ইউনিটের সম্মাননা
কমিটির সভাপতি আরো জানান,সেলিম এখানে ক্ষ্যান্ত না হয়ে তার অনুগত মেহেদী ও ইলিয়াছ হোসেন ভূঁইয়াকে দিয়ে ফেইসবুকে ষ্ট্যাটাস দেয়াসহ অনিয়মিত উত্তর চট্টলা নামে আন-রেজিষ্ট্যাড পত্রিকায় মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ করায়।এতে বাজার কমিটির মান সম্মান ক্ষুন্ন হওয়ায় তারা মানহানী মামলা করবেন বলে সাংবাদিকদেরকে সংবাদ সম্মেলনে জানান।
সম্মেলন উপস্হিত ছিলেন,পৌর বিএনপি’র সদস্য সচিব ছালে আহমদ ছলু,বাজার কমিটির উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক, উপদেষ্ঠা একেএম মছিউদ্দৌলা,উপজেলা জামায়াতে ইসলামী মিডিয়া বিভাগ আবুল হোসেন, জাতীয় পার্টি পৌর সেক্রেটারী ফসিউল আলম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন,বিশিষ্ট জামায়াত নেতা হারুনুর রসিদ ও মোঃ কামাল উদ্দিনসহ বাজার ব্যবসায়ীবৃন্দ।