বরগুনার আমতলী পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী বটতলা এলাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে। আমতলী পৌর সভার মেয়র মো. মতিয়ার রহমান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, শনিবার সকাল থেকে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন।
জানা গেছে,পৌর শহরের অভ্যন্তরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী নতুন বাজার বটতলা,বাধঘাট বাজার হাসপাতাল পর্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা বানিজ্য করছেন। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে ।শনিবার সকাল থেকে সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, পৌর মেয়র মো. মতিয়ার রহমান এ অভিযান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন,স্থানীয় প্রভাবশালীরা নিজেদের জোর খাটিয়ে মহাসড়কের পাশে জায়গা অবৈধভাবে দখল করে এ সকল স্থাপনা নির্মাণ করেছিল।
আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন,মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবেনা।