চট্টগ্রামের রাউজান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।
বুধবার (১৫ মে) রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহাগ মিয়া (৪৫) খানপাড়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে। অভিযুক্ত তার বড় ভাই সোনা মিয়া।
আরও পড়ুনঃ তাহিরপুরে পেন্সিল ব্যাটারী আকৃতির বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণ, আহত ৩
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার আদালতে এ বিষয়ে মামলার শুনানি শেষে বাড়ি ফিরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যার দিকে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করেন সোনা মিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, বুধবার আদালতে স্বাক্ষী দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা শুরু হয়। বসতঘরে ভাঙচুর করার এক পর্যায়ে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে তার বড় ভাই সোনা মিয়া।