spot_img

― Advertisement ―

spot_img

সীতাকুন্ডে হামলা-লুটপাট, ইয়াছিন বাহিনীর ভয়ে মানবেতর জীবনযাপন করছেন ব্যবসায়ী রাজু

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুন্ডে পাহাড়খেকো ইয়াছিন বাহিনীর দৌরাত্ম্যে ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান রাজু কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলা,...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামচট্টগ্রামের সবচেয়ে সুন্দর স্থাপনা ব্রিটিশদের নির্মিত"সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং"

চট্টগ্রামের সবচেয়ে সুন্দর স্থাপনা ব্রিটিশদের নির্মিত”সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং”

দুইশত বছর কিংবা আড়াইশো বছরের পুরোনো ব্রিটিশদের নির্মিত বেশ কয়েকটি ভবন রয়েছে চট্টগ্রামে। তবে সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন ভবন হলো “সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং”। জানলে হয়তো আপনি অবাক হবেন সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এই ভবনটির নামেই গোটা এলাকা সুপরিচিত। সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যার সংক্ষেপ শব্দ সিআরবি।   

এখানে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর স্থান রয়েছে। সিআরবি অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এর পাশেই আছে শতবর্ষী গাছ শিরীষ তলা, যা চট্টগ্রামবাসীর প্রাণের স্পন্দন।

প্রতি বছরই এখানে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন্সহ বাঙ্গালী উৎসবগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও সিআরবিতে আছে হাতির বাংলো, আরো আছে দেড়শো বছরের পুরোনো রেল ইঞ্জিন। শুধু তাই নয় এটিই বন্দর নগরীর ফুসফুস খ্যাত একমাত্র স্থান যেখানে রয়েছে বেশ কয়েকটি শতবর্ষী গাছ।

আরও পড়ুনঃ আশুলিয়ায় গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীকে গ্রেফতার

সবমিলিয়ে সিআরবি যেন সবুজে মোড়ানো এমন এক প্রাকৃতিক স্থান, যেখানে এসে প্রশান্তি পান দর্শনার্থীরা। তবে এত এত সুন্দর স্থান থাকার পরেও দর্শনার্থীদের নজর কাড়ে ব্রিটিশদের নির্মিত দুশো বছরের পুরোনো স্থাপনা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংটি। প্রতিদিনই বিকেল হতে নামে দর্শনার্থীদের ভিড়।

পদচারণায় মুখরিত থাকে সন্ধ্যা রাত পর্যন্ত। তবে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার।