spot_img

― Advertisement ―

spot_img

বড়তাকিয়া কিন্ডারগার্টেনের খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান

মোঃআবদুর রহিম, চট্রগ্রাম (জেলা) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া নূরানী কিন্ডারগার্টেনে খতমে কোরআন, দোয়া ও হেফজ ছাত্রদের সবক প্রদান উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামকরেরহাট জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত

করেরহাট জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃআবদুর রহিম, চট্রগ্রাম (জেলা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের করেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় পশ্চিম জোয়ার চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভা ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও  ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মাওলানা ছানা উল্ল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও যুব ইউনিটের সেক্রেটারি হাফেজ আবু ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, করেরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আরিফুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ, সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, ঢাকা তেজগাঁও থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলী আকবর, ছাত্র নেতা ইমাম হোসেন, করেরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল জিহাদী, ৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এসময় বক্তারা জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানোর পাশাপাশি সকল কেন্দ্রীয় কর্মসূচিতে সাড়া দেওয়ার আহবানও জানান। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন বক্তারা।