spot_img

― Advertisement ―

spot_img

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের দাবিতে জমিয়তের স্মারকলিপি

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস স্থাপন সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহপ্রতিপক্ষের হামলায় দুর্গাপুরে বড় ভাই খুন,আহত ছোট ভাই

প্রতিপক্ষের হামলায় দুর্গাপুরে বড় ভাই খুন,আহত ছোট ভাই

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁরই ছোট ভাই মাসুম মিয়া (১৭)। 

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার ছেলে। 

আরও পড়ুনঃ সাভারে ৫০০ পিচ ইয়াবা সহ আটক ২

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একতা বাজারে প্রতিপক্ষের হামলার শিকার হন দুই ভাই মাসরুল মিয়া ও মাসুম। ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মাসরুলের বাবা চাঁন মিয়া বলেন, ‘আমার ছেলেকে মেরেছে ফিরোজের ছেলে রায়হান ও নাঈম। তাঁরা আমার প্রতিবেশী। দীর্ঘদিন আগে তাঁদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল, এরপর তা মীমাংসাও হয়েছিল। আজকে কোনো কিছু হয়েছে বলে শুনিনি। আমি হঠাৎ খবর পাই, আমার দুই ছেলেদের মেরেছে। আমি আমার ছেলের খুনের বিচার চাই।’ 

এ বিষয়ে দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে