spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদসারা বাংলারাজশাহীরাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে এনটিভির রাজশাহী স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক নির্বাহী কমিটির তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। 

তলবি সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম. সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।

আরও পড়ুনঃ তাহিরপুরে ছাত্র সমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম মেনে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

সভা শেষে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্যগণ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস. আলী দুর্জয়, সহ-সভাপতি আবু সাঈদ রনি প্রমুখ।