spot_img

― Advertisement ―

spot_img

মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের ওপর হামলা: চাঁপাইনবাবগঞ্জে প্রধান দুই আসামি গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী...
প্রচ্ছদঅর্থনীতিজাতীয় সঞ্চয়পত্রে মুনাফার হার পুনঃনির্ধারণ, কার্যকর ১ জানুয়ারি থেকে

জাতীয় সঞ্চয়পত্রে মুনাফার হার পুনঃনির্ধারণ, কার্যকর ১ জানুয়ারি থেকে

নিউজ ডেস্কঃ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয়পত্রে মুনাফার হার পুনঃনির্ধারণ করেছে সরকার। নতুন মুনাফার হার ১০.১৩ শতাংশ থেকে ১২.৩৭ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১ জানুয়ারি বা তার পরে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তারা নতুন মুনাফার হার অনুযায়ী মুনাফা পাবেন। তবে পূর্বের বিনিয়োগকারীরা আগের নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন।

পুনঃনির্ধারিত স্কিমসমূহঃ পুনঃনির্ধারিত মুনাফার হার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সরকার প্রতি ছয় মাসে একবার মুনাফার হার পুনঃমূল্যায়ন করবে। তবে ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদে প্রযোজ্য থাকবে।

আরও পড়ুনঃ সাভারে ডিবি পুলিশ পরিচয়ে সয়াবিন তেল ভর্তি পিকআপ লুট, হেলপার নিখোঁজ

নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীদের দুইটি ধাপে ভাগ করা হয়েছে: ৭.৫০ লাখ টাকা ও এর কম। ৭.৫০ লাখ টাকার বেশি। বিনিয়োগের মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রেও বছরভিত্তিক মুনাফা প্রাপ্য হবে।

সরকারের এই পদক্ষেপ সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার আরও আকর্ষণীয় করে তুলবে এবং সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য সমতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।