spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদঅর্থনীতি২০২৪-২৫ অর্থবছরের বাজেটে যে ১১টি বিষয় পেয়েছে বিশেষ গুরুত্ব

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে যে ১১টি বিষয় পেয়েছে বিশেষ গুরুত্ব

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদে উপস্থপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ১১টি বিষয়ের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যা দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছিল।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনায় এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এ সময় অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ১১টি বিষয়ে বিশেষভাগে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সবার ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা।

আরও পড়ুনঃ গরু ডাকাতির প্রস্তুতি কালে চক্রের ৮ সদস্য আটক

এছাড়া যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো, ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্নআয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করতে বাজেট প্রণয়নের সময় বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা; বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে।