পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন থেকে এই শিক্ষার্থীদের আটক করা হয়।
আরএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস চলাকালে প্রতিষ্ঠান ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আসছিল এবং কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
আরও পড়ুনঃ বগুড়ায় দাম কমেছে নতুন আলুর, বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে
এই অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের টিম অভিযানে নেমে পদ্মা পাড় থেকে ৯ জন শিক্ষার্থীকে আটক করে। তাদের আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে অভিভাবকদের ডেকে জিম্মায় মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের আড্ডা ও অপরাধপ্রবণতা রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর একদিন আগেও সিমলা পার্ক থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল, যাদেরও পরে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।