spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনদারুল ইহসান ট্রাস্টের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি মোকাবেলায় মহড়া

দারুল ইহসান ট্রাস্টের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি মোকাবেলায় মহড়া

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষএর পরিচালনায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় বিশেষ অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করছে দারুল ইহসান ট্রাস্ট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাভারের আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত তাহফিজুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসা এবং তদসংলগ্ন পাইকারি কাপড় ও কাঁচাবাজার এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দারুল ইহসান ট্রাস্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সালেহ উদ্দিন সাঈদ, সম্মানিত কোষাধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাকিব উদ্দিন আহমেদ, প্রফেসর হেলাল আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রফেসর ড. সৈয়দ আলী আশরাফ কর্তৃক প্রতিষ্ঠিত দারুল ইহসান ট্রাস্ট একটি শিক্ষা ও সেবা মূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি তাহফিজুল কুরআনিল কারিম ফাযিল মাদরাসা ছাড়াও শ্রীপুর কাপড় ও কাঁচাবাজার পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রতিষ্ঠানের সঙ্গে সহস্রাধিক শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন-জীবিকা জড়িত রয়েছে। প্রফেসর ড. সৈয়দ আলী আশরাফের আদর্শে অনুপ্রাণিত হয়ে দারুল ইহসান ট্রাস্ট প্রতিবছর বিভিন্ন ধরনের শিক্ষা ও সেবামূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে।

এই মহড়ার মূল লক্ষ্য দুর্যোগকালীন সময়ে অগ্নিকাণ্ড ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণকে দক্ষ করে তোলা।