spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনশিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা চসিক মেয়রের

শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা চসিক মেয়রের

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শিক্ষা বিস্তারে বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১ মার্চ) নগরীর ৯ নম্বর আকবরশাহ ওয়ার্ডের জানারখীল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে। বর্তমানে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক। এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয়, সেটিকে ব্যয় না ভেবে বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, “শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।”

শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করে মেয়র বলেন, “যদি একজন ডাক্তার উচ্চশিক্ষিত হয়েও দরিদ্রদের চিকিৎসা না করেন, তাহলে তার শিক্ষার কোনো মূল্য নেই। একইভাবে, যদি একজন শিক্ষক মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ না পান, তবে তার অর্জিত শিক্ষাও সমাজের জন্য বিশেষ উপকার বয়ে আনবে না।”

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সুস্থ দেহের জন্য খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে একাগ্রতা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ গড়ে তুলতে ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পুরস্কার জিতেছে, তাদের অভিনন্দন জানাই। যারা জিততে পারেনি, তাদের নিরাশ না হয়ে আরও মনোযোগী হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।”

আরও পড়ুনঃ রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না খেলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় এবং পড়াশোনায় মনোযোগ কমে যায়। নাস্তার ক্ষেত্রে ব্যালেন্সড ডায়েট বজায় রাখা জরুরি, যেখানে অন্তত একটি কলা, একটি ডিম এবং এক গ্লাস দুধ থাকা উচিত।”

মেয়র আরও বলেন, “এই শহর সবার, আমাদের সবাইকে মিলে এটিকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে বৈষম্য, সন্ত্রাস ও অন্যায় থাকবে না।”

বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমির উদ্দিন এবং সঞ্চালনা করেন পলাশ চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মনজু, সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, মাঈনুদ্দিন চৌধুরী মাঈনু, রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, লুৎফুর রহমান ও সৌরভ প্রিয় পালসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।