
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় নকল বা যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষাটি বাতিলের পাশাপাশি সর্বোচ্চ চার বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে এবং যেকোনো অসাধু কার্যকলাপ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় হিসেবে গণ্য হবে—পরীক্ষা কক্ষে কথাবার্তা বলা, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, বেঞ্চ বা শরীরের অংশে লেখা দেখে উত্তর লেখা, অননুমোদিত কাগজপত্র ব্যবহার, উত্তরপত্রে অশ্লীল বা আপত্তিকর মন্তব্য করা, উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন, রোল নম্বর পরিবর্তন, মিথ্যা পরিচয় ব্যবহার, পরীক্ষার কক্ষ থেকে উত্তরপত্র পাচার, ইনভিজিলেটরকে গালিগালাজ বা শারীরিক আক্রমণ করা, কেন্দ্র চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করা ইত্যাদি।
এ ধরনের অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট শিক্ষার্থীর চলমান পরীক্ষা বাতিলের পাশাপাশি ১ থেকে ৪ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারে।
আরও পড়ুনঃ আর নয় সহ্য, সীমান্তে আর বাহাদুরি চলবে না: নাহিদ ইসলাম
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছে, পরীক্ষার নৈতিকতা বজায় রাখতে ও নিজের ভবিষ্যৎ রক্ষা করতে হলে অবশ্যই নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অন্যথায় কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষার সময় নকল ও প্রশ্নফাঁসের অভিযোগ উঠে আসছিল। এসব ঘটনা রোধে এবার আগেভাগেই কঠোর মনিটরিং ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।