
নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “শিক্ষকদের মর্যাদাহানি হয় এমন কোনো কাজ শিক্ষার্থীরা যেন না করে।” তিনি বলেন, “যারা এখন ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু দায়িত্ব চেয়ে নেননি—আমরা হাতেপায়ে ধরে দায়িত্ব দিয়েছি।”
রবিবার (৬ জুলাই) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে মেধা ও জ্ঞান অর্জনের জন্য এসেছি, কিন্তু সেখানে দলাদলি করলে নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যর্থ হবে। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বদলে ভোটার নিয়োগ হয়েছে—এটাই প্রমাণ করে আমরা কোথায় নেমে গেছি। শিক্ষকেরা যেন এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হন যা পরিবেশ নষ্ট করে।”
শিক্ষা উপদেষ্টা বলেন, “এক সময় প্রক্টরেরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেন, অথচ এখন অনেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীদের ফেসবুক নজরদারি করছেন। এতে শিক্ষকদের নৈতিক অবস্থান কোথায় গিয়ে ঠেকেছে তা ভেবে দেখা দরকার। আমরা ভুলে গেছি, একসময় ড. জোহা পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। অথচ আজ এমন অধ্যায় রচিত হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই ছাত্রদের গুলি করার নির্দেশ দেন।”
তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পদ্ধতিতে দাবি আদায়ের আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের দাবি থাকলে সেটা আলাপ-আলোচনার মাধ্যমে করো। উত্তেজনা বা অপমানজনক আচরণ শিক্ষার পরিবেশকে কলুষিত করে।”
আরও পড়ুনঃ অদক্ষ চালক ও অবৈধ যানবাহনের দাপটে বিপর্যস্ত ময়মনসিংহ, ছয় মাসে সড়কে ঝরেছে ২২২ প্রাণ
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবি ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। প্রধান আলোচক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান।
আলোচনা সভার বক্তারা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মেধার লালন ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে সম্মান, সহনশীলতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।