
মোঃ ইকরাম হাসান, নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাউদকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
রোববার (২৭ জুলাই ২০২৫) সকাল ১০টায় কম্পিউটার অপারেশন ট্রেডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রের অধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আমাদের তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে হবে, আর আজকের এই উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।” উদ্বোধনী মুহূর্তে তিনি নিজ হাতে একটি ফলজ গাছ রোপণ করেন।
কর্মসূচিতে কম্পিউটার অপারেশন ট্রেডের শিক্ষকবৃন্দ, দায়িত্বরত কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন।
কম্পিউটার অপারেশন ট্রেডের সম্মানিত শিক্ষক জনাব মোমশেদ হোসেন বলেন, “প্রযুক্তির পাশাপাশি আমাদের পরিবেশ নিয়েও ভাবতে হবে। শিক্ষার্থীরা যেভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।”
আরও পড়ুনঃ কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিএনপির সংবর্ধনা
উল্লেখ্য, দাউদকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়মিতই নানা সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজন করে আসছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও দেশপ্রেম গড়ে তোলার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণকারীদের এ মহতী উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।



