
ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ের ভর্তি কার্যক্রম আজ রবিবার (৩ আগস্ট) থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ১০০ নম্বরের, যেখানে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বাংলা ও ইংরেজি প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে ২৫ নম্বর এবং সাধারণ জ্ঞানের জন্য ৫০ নম্বর। সাধারণ জ্ঞানে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা ও ভূগোল থেকে প্রশ্ন।
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের নির্ধারিত পাঠ্যসূচির আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে।
উত্তরপত্রের ওপরের অংশে পরীক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম ইংরেজিতে এবং প্রবেশপত্র অনুযায়ী সঠিকভাবে লিখতে হবে। OMR শিটের মাধ্যমেই উত্তর দিতে হবে; অতিরিক্ত কোনো উত্তরপত্র সরবরাহ করা হবে না। ভুলভাবে পূরণ করা বা অস্পষ্ট চিহ্নিত উত্তর গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই-পুস্তক, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইসযুক্ত কলম বা এটিএম কার্ডসহ কোনো প্রকার অননুমোদিত বস্তু সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না।
উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। তবে বাংলা বা ইংরেজি ভিত্তিক বিষয়ে ভর্তি ইচ্ছুকদের ওই বিষয়ে ন্যূনতম ১০ নম্বর অর্জন আবশ্যক।
আরও পড়ুনঃ সাজিদ হত্যার বিচার দাবি, প্রশাসন ভবন অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের
‘গ’ ও ‘ঘ’ গুচ্ছভুক্ত বিষয়ে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৪০% নম্বর থাকতে হবে। পরিসংখ্যান ও গণিতে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিকে গণিত থাকা বাধ্যতামূলক। অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে হলে অর্থনীতি বা গণিত যেকোনো একটি বিষয় থাকতে হবে।
ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তিচ্ছুদের দাখিল, আলিম বা এইচএসসি পর্যায়ে ইসলাম শিক্ষা বা আরবি বিষয় থাকতে হবে। আরবি বিষয়ে ভর্তির জন্য দাখিলে অন্তত ‘বি’ গ্রেড প্রয়োজন।
ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হবে।
বিশেষভাবে উল্লেখ্য, সাত কলেজে প্রতিবছর যে হারে ভর্তি নেওয়া হয়, তার তুলনায় প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ৫০ শতাংশ আসন হ্রাস করা হয়েছে। ফলে নতুন এ কাঠামোয় ভর্তিচ্ছুদের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন শিক্ষাবিশেষজ্ঞরা।