মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার সাভার ও ধামরাই উপজেলার অন্যতম বৃহৎ অলাভজনক শিক্ষা ও সামাজিক সংগঠন দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার ২০২৫ সালের মেধা মূল্যায়ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ফিতা কেটে পরীক্ষার সিলেবাস ও রেজিস্ট্রেশন ফরম বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য সচিব।
উদ্বোধনী বক্তব্যে সংগঠনের পরিচালক মোঃ আবু সুফিয়ান বলেন, “এ বছর চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে পারবে। আগামী ৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আমরা আশা করছি এবার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শিক্ষার্থী অংশ নেবে এবং অধিকসংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিতে পারবো, ইনশাআল্লাহ।”
আরও পড়ুনঃ ছাত্রলীগ সভাপতি হয়েই শতকোটি টাকার মালিক রাশেদ
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও যোগ্যতাকে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।”
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে উত্তর ঢাকা জেলার শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় হাজারো শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এবারের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৭ আগস্ট থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। এবার সর্বমোট ৫ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয়। ফরম ও সিলেবাস এসোসিয়েশনের কার্যালয় এবং মনোনীত প্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের মেধা যাচাই ও বৃত্তি প্রদানের এই উদ্যোগ শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।