spot_img

― Advertisement ―

spot_img

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন সুবিধায় আস-সুন্নাহ ফাউন্ডেশন

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।চুক্তির...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনবিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পাঁচ দিন ব্যাপী ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পাঁচ দিন ব্যাপী ক্যাম্পেইন

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধি: পৃথিবীকে মানুষের জন্য অধিকতর বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যকে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পাঁচদিন ব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করেছে ‘ইয়ুথ ফর পলিসি’ নামক সেচ্ছাসেবী সংগঠন ।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৪ই জুন) বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে নিয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

প্রতিবছর ৫ই জুন নিত্যনতুন সুদূরপ্রসারী লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। ২০২৪ সালের আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “Human Settlement” অর্থাৎ পৃথিবীকে মানুষের জন্য অধিকতর বসবাসযোগ্য করে তোলা। এই ক্যাম্পেইন এর মূল লক্ষ্য ছিল, পরিবেশকে অধিকতর সবুজে পরিণত করার জন্য পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে সকলের মাঝে যথাযথ জ্ঞান, মূল্যবোধ ও সচেতনতা তৈরি করা।

আরও পড়ুনঃ ভুয়া কার্ড বানিয়ে ঢাবির লাইব্রেরীতে আটক

ক্যাম্পেইনের লক্ষ্য অনুযায়ী, উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে একটি ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা হয় ।

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং আরও উপস্থিত ছিলেন ইভেন্টের অর্গানাইজার প্রবীণ ত্রিপুরা এবং তার স্বেচ্ছাসেবকগণ। উক্ত সেশনে পরিবেশকে মানুষের জন্য অধিকতর বসবাসযোগ্য ও পরিবেশকে সবুজ ও সতেজ রাখার উদ্দেশ্যে; পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে যথাযথ, সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে প্রধান অতিথি আব্দুস সাত্তার বলেন, “পরিবেশকে সুন্দর, সবুজ ও সতেজ এবং বাসযোগ্য করে তুলতে চাইলে আমাদেরকেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে । চারপাশে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা ও প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।”

সেশন শেষে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কার্যক্রম গ্রহণ করা হয়। অতঃপর পরিবেশকে সবুজ ও সতেজ রাখার বিষয়টিকে মাথায় রেখে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১৩ টি বৃক্ষ প্রদান করা হয় ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয় ।

উল্লেখ্য, ‘ইয়ুথ ফর পলিসি’ নামক সেচ্ছাসেবী সংগঠনটি পরিবেশ দিবসকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করছে। এর আগেও এই সংগঠনটি ঢাকাসহ বিভিন্ন জায়গায় এই জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করেছে । সংগঠনটি তার প্রতিষ্ঠাকালের পর থেকেই পরিবেশ সম্পর্কিত নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন, সেশন, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে ।