
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলে উপজাতিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাহাড়ি শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ মানববন্ধন করেন।
এসময় তারা ‘সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে’, ‘আলাদা দেশ চাই না, অধিকার চাই’, ‘জুমল্যান্ড প্রোপাগাণ্ডা বন্ধ চাই’, ‘পাহাড়ে ভূমি পুত্ররা মরছে কেন? করছে কে’, ‘বিচ্ছিন্নতাবাদী নয়, সম্পৃক্ত হতে চাই’, ‘দেশ ভাগ করে স্বাধীনতা চাই না, দেশবাসী হিসেবে অধিকার চাই’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে উপস্থিত হয়।
মানববন্ধনে তারা বলেন, আমরা কারো ক্ষতি করি নাই। আমাদের উপরে সাম্প্রদায়িক হামলা করা হচ্ছে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই, আমরা বিচ্ছিন্নতাবাদীও নই। আমরা এই দেশে নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই। আমাদের উপরে চলমান সকল নির্যাতন অন্যায় বন্ধ চাই। আমাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আমরা দেশে স্বাধীন ভাবে বাঁচতে চাই। পাহাড়ে চুক্তিও এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয় নি। আমাদের পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করা হোক। তারা কখনো আমাদের পক্ষে কাজ করে না।
আরও পড়ুনঃ ফুলপুরের রামভদ্রপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
তারা আরো বলেন, আমাদের জাতিস্বত্তা পরিচয়ের কারণে আমাদের এখন সব কিছু থেকে পিছিয়ে যেতে হচ্ছে। আমাদের কখনো উপজাতি আবার কখনো আদিবাসী বলা হচ্ছে। আমরা আইডেন্টিটি ক্রাইসিস চাই না। আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই।