মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নবম এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী যোবায়ের আহমেদকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের মোহাঃ ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) এক কার্যনির্বাহীর বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোসা. উম্মে নাইম নিরালা, যুগ্ম সম্পাদক-১ মোঃ সিজান আহমেদ রিয়াল, যুগ্ম সম্পাদক-২ সৌম্য জিত ভদ্র, সেক্রেটারি অব ইভেন্ট ম্যানেজমেন্ট এস. এম. সাজিদ রাইহান, সহকারী সেক্রেটারি অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মো. তৌহিদুল ইসলাম নুহ, এস. এম. শারাফাত হোসেন, ট্রেজারার কানিজ ফাতেমা মিথিলা, অফিস সেক্রেটারি ইমরান কাদরী কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি অফ কমিউনিকেশন মৌমিতা প্রামানিক, নাহিদ হাসান, সেক্রেটারি অব আইসিটি জাকি মুজাহিদ, সহকারী সেক্রেটারি অব আইসিটি মোহাঃ সাদিক রেজা, সেক্রেটারি অব মিডিয়া এন্ড পাবলিকেশনস রোদেলা রহমান, জেরিন জান্নাত, সেক্রেটারি অব মানব সম্পদ উন্নয়ন মো. মুহাইমিনুল হক, সহকারী সেক্রেটারি অব মানব সম্পদ উন্নয়ন: রিমা ইসলাম স্বর্ণালী, প্রমোশন ও ব্র্যান্ডিং সম্পাদক সাবরিনা আক্তার, সহকারী প্রমোশন ও ব্র্যান্ডিং সম্পাদক মোহাঃ শাহামাত।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ইব্রাহিম আলী। এছাড়া ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি বাপ্পারাজ রাজু, উপদেষ্টা মন্ডলীসহ সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আরও পড়ুনঃ বগুড়ায় দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত
রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন, ক্যারিয়ার ক্লাবের কার্যক্রমের মাধ্যমে ক্লাবের সদস্যরা উপকৃত হচ্ছে এবং তাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আমি রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের মান উন্নয়ন নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করছি এবং রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সার্বিক সহযোগিতার নিশ্চয়তা প্রদান করছি।
উল্লেখ্য, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব ২০১৫ সালের ২৭ আগস্ট প্রতিষ্ঠিত হয় উদ্যমী, পরিশ্রমী, জ্ঞানপিপাসু, স্বপ্নদর্শী ও ক্যারিয়ার সচেতন তরুণদের দ্বারা। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ক্যারিয়ার ক্লাব, যা মূলত রাজশাহী কলেজের শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করছে। ক্লাবটি ক্যারিয়ার টেস্ট, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, ক্যারিয়ার টক, ক্যারিয়ার জার্নি, পাঠচক্র এবং ক্যারিয়ার রোডম্যাপের মতো বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত দিকনির্দেশনা দিতে সহযোগিতা করছে।
নতুন এই কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।