spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ, ইবিতে ৬ সদস্যের তদন্ত কমিটি

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ, ইবিতে ৬ সদস্যের তদন্ত কমিটি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ চব্বিশের ১ জুলাই থেকে ৫ আগস্ট  সংঘটিত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস পরিচালক (ইন-চার্জ) অধ্যাপক ড. আমানুর আমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহারকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের  অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়রুল ওহাব এবং সদস্য সচিব তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান।

আরও পড়ুনঃ পবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে ভর্তির সিদ্ধান্ত

উক্ত কমিটিকে তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক প্রতিবেদন প্রস্তুত করে আগামী ৮ অক্টোবরের মধ্যে উপাচার্যের নিকট জমা দেয়ার জন্য বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক  পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজে সহায়তার জন্য তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তথ্য-উপাত্ত চেয়ে পত্র পাঠিয়েছে।