
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
রবিবার (০৬ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত আলাদা আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পদে তাদেরকে নিয়োগ দিয়েছেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নবনিযুক্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি দায়িত্ব পালনকালে সকল দল-মতের শিক্ষার্থীদের জন্য সমানভাবে কাজ করবো। কারো প্রতি কোনো বৈষম্য যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। আমার কাছে সবাই সমান। সকলকে ছাত্র হিসেবেই দেখতে চাই। ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করে যাবো।”
আরও পড়ুনঃ গণঅভ্যুত্থানে সহিংসতায় জড়িতদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি
একই সাথে কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নবনিযুক্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী বলেন, “আমি আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইনে যেমন আছে সেই অনুযায়ী কাজ করবো।”