মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ ৬অক্টোবর (রবিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।একই সাথে ২৩-২৪ সেশনের নবীনদের বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে ২১০০ একরের চবি ক্যাম্পাসটি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে রবিবার ‘লাল ব্যাজ’ পরে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। চবি শহীদ মিনারে সকাল ৯:৩০ মিনিটে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমবেত হয়ে নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করার কথা জানান তিনি।
আরও পড়ুনঃ অয়েল ট্যাংকার বিস্ফোরণে ১০সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা
এছাড়াও ক্যাস্পাসে র্যাগিং, বুলিং ও ইভটিজিংয়ের প্রমাণ পেলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।