spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের প্রতিবেদন ইবি উপাচার্যকে হস্তান্তর

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের প্রতিবেদন ইবি উপাচার্যকে হস্তান্তর

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের প্রতিবেদন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহর নিকট হস্তান্তর করেছেন তদন্ত কমিটি। 

শনিবার (১৯  অক্টোবর) উপাচার্যের অফিস কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই  থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তায় তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য গত ৮ অক্টোবর উপাচার্য আইন বিভাগের ড. নুরুন নাহারকে আহ্বায়ক ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানকে সদস্য-সচিব করে ৬ ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া মানে শত শহীদের রক্তের সঙ্গে বেইমানি: গণি চৌধুরী

উক্ত কমিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কর্তৃক তদন্ত কাজে সহায়তায় সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। উক্ত কমিটি তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক প্রতিবেদন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে তাঁর অফিস কক্ষে হস্তান্তর  করেন।

এ সময় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি  বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়রুল ওহাব।