spot_img

― Advertisement ―

spot_img

আবু সাঈদের হত্যাকারীদের বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার দ্রুত বিচার ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবেরোবিতে স্নাতকে মেধাতালিকায় ১৪তম শহীদ আবু সাঈদ

বেরোবিতে স্নাতকে মেধাতালিকায় ১৪তম শহীদ আবু সাঈদ

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের স্নাতক পরীক্ষার ফলাফল রবিবার (২০ অক্টোবর) প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ, যিনি এখন আর আমাদের মাঝে নেই।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবু সাঈদ সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশকালে উপাচার্য বলেন, “মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই, তবে তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হলো। এটি আমাদের জন্য এক আনন্দের বিষয় হলেও তার অনুপস্থিতি আমাদের শোকাহত করেছে।”

আরও পড়ুনঃ মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা ও এতিমখানায় সন্মেলন অনুষ্ঠিত

এই সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, যেমন রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

শহীদ আবু সাঈদের স্মৃতি ও অর্জন নিয়ে এখনও বিশ্ববিদ্যালয়ে গভীর শোক বিরাজ করছে।