spot_img

― Advertisement ―

spot_img

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩শিক্ষার্থী, বহিষ্কার  ৭

মোঃ সাইফুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধিঃ র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের ঘোষণা দিলেও রাতভর র‍্যাগিংয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৩ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর, পবিপ্রবি'র আসন সংখ্যা ৪৪৮

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর, পবিপ্রবি’র আসন সংখ্যা ৪৪৮

মোঃ সাইফুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায়।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮ টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে পরীক্ষাটি স্বচ্ছ ও সুষ্ঠু হতে পারে।

আরও পড়ুনঃ ইবির বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

এ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা দেশের কৃষি শিক্ষার উন্নয়ন ও প্রসারে সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উত্তেজনা ও উৎকণ্ঠার মধ্যে এই পরীক্ষা দেশের কৃষি ক্ষেত্রে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য দ্বার উন্মোচন করবে।