spot_img

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা সত্ত্বেও বহিরাগতদের অবাধ প্রবেশঃ নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধে বহিরাগতদের প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে এসব নিয়ন্ত্রণে প্রশাসন মাইকিং-বিজ্ঞপ্তিতেই দায় সারছেন।সরেজমিনে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি’র ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মুক্তারুল-যোবায়ের

ইবি’র ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মুক্তারুল-যোবায়ের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মুক্তারুল হক এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী এ এম যোবায়েরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২১ অক্টোবর) কমিটির সদ্য সাবেক সভাপতি কপিল দেব রায়, উপদেষ্টা হাফিজুল ইসলাম ও রাকিব শাহরিয়ার নিশাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক  আসাদুল্লাহ আল-গালিব, সাংগঠনিক সম্পাদক মিলন রানা মুরাদ, সহ-সাংগঠিন সম্পাদক আয়েশা সিদ্দিকা, দপ্তর সম্পাদক  শাকিল আহমেদ।

আরও পড়ুনঃ ইবির বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

নবমনোনীত সাধারণ সম্পাদক এ এম যোবায়ের বলেন, ‘জেলা কল্যাণ সমিতি একটি মায়ার সংগঠন, নাড়ীর টানেই এই সংগঠনের প্রতি আমাদের এত ভালোবাসা।  আমরা ঠাকুরগাঁওবাসী একটা পরিবারের মত। এই পরিবার চালানোর জন্য যে গুরু দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেটা যেন আমরা একসাথে ভালোভাবে পালন করতে পারি সেই দোয়া এবং ভালোবাসা সবার কাছে চাই এবং যে সকল স্যারেরা এবং বড় ভাইয়েরা আমাদের উপর এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’